Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ২ দিনব্যাপী আবৃত্তি বিষয়ক কর্মশালা শুরু শুক্রবার

আব্দুল্লাহ আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী 'মাভৈঃ আবৃত্তি কর্মশালা-১৯' শুরু হবে আগামী ৮ মার্চ (শুক্রবার) থেকে।  বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদ এই কর্মশালার আয়োজন করছে। 

মঙ্গলবার (৫ মার্চ) সংগঠনটির সভাপতি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ মার্চ (শুক্রবার) ও  ৯ মার্চ (শনিবার)  বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-এ এর ১২৯ নং কক্ষে প্রতিদিন বিকাল ৩টা থেকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। 

উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা অঞ্চল) আহসান উল্লাহ তমাল, সিলেটের শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও চারুবাক সিলেটের পরিচালক জ্যোতি ভট্টাচার্য্য, মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্য ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক তাসনুভা তাবাসসুম তৃষা প্রমুখ।

এসময় আবৃত্তি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে এই কর্মশালায় আলোচনা করা হবে। এছাড়া সফলভাবে কর্মশালা শেষে প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে বলে জানান তারা।  

এদিকে ক্যাম্পাসের অর্জুনতলায় নির্দিষ্ট বুথ থেকে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন- অংকিতা দাশ গুপ্তা (০১৯১২০৪৯৬৫৩), রাজর্ষি ভট্টাচার্য (০১৭৯৮৪২০৩৪২),মাজিদুল ইসলাম সিজন (০১৮৫৩৪১৩৯৫১) । কর্মশালায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

এদিকে কর্মশালায় সংগঠনটির সদস্যের জন্য ৫০ টাকা ও সদস্য ব্যতীত ১০০টাকা নির্ধারণ করা হয়েছে।  

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে আবৃত্তি চর্চাকে আরো এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে মাভৈঃ আবৃত্তি সংসদ। এরই ধারাবাহিকতায় মাভৈঃ আবৃত্তি সংসদ লাভ করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সদস্যপদ ।

Bootstrap Image Preview