Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় ৮টি মুদি দোকান পুড়ে ছাই, কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি মুদি দোকান। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।  

মঙ্গলবার (৫ মার্চ) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তালা কাঁচাবাজারের ৮টি দোকানে আগুন লাগে। আগুনে পুড়ে যায় স্থানীয় ব্যবসায়ী বিশ্বনাথ সাধু, শক্তি সাধু ও আব্দুল জলিলসহ ৮ জনের দোকান।

এ সময় গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে সবাই যে যার মত পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

দমকল বাহিনী ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই ৮টি দোকান। দোকানগুলোতে চাল, ডাল, আটা, তেল, চা, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় কয়েক লক্ষ টাকার মালামাল ছিল বলে জানান ব্যবসায়ীরা। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তালায় আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের এতে কয়েক লক্ষ টাকার মুদি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

Bootstrap Image Preview