Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিল্লিতে ভয়াবহ আগুন, ২৮টি ইঞ্জিন ঘটনাস্থলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview


ভারতের দিল্লির সিজিও কমপ্লেক্সে ভয়াভয় আগুন। কমপ্লেক্সটির ছ’তলায় ভয়াবহ আগুন ছড়াচ্ছে দ্রুত। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২৮টি ইঞ্জিন। এই কমপ্লেক্সটিতে রয়েছে দীনদয়াল অন্ত্যোদয়া ভবনসহ অনেকগুলি সরকারি অফিস রয়েছে৷ 

বুধবার (৬ মার্চ) সকালে সেখাতেই প্রথমে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ১১ তলার বিল্ডিংটির ছ’তলায় এখন ভয়াবহ আগুন জ্বলছে৷ ঘটনায় এখনও হতাহতের খবর নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায়, বেলা দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণ আনে দমকল। দমকল সূত্রের খবর, ওই ভবনে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রক, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক রয়েছে ওই ভবনে। কোনও হতাহত না হলেওষ গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন সকলে।

দমকলের একটি সূত্রে জানা গিয়েছে, ছ’তলায় রয়েছে সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের অফিস। সেখান থেকেই প্রথম আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পর আপাতত দমকলের তরফে ঘটনাস্থলের তাপমাত্রা কমানোর কাজ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাপ মেলেনি এখনও।

কী ভাবে আগুন লাগল, তা জানা যায়নি। দমকলের তরফে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে।

Bootstrap Image Preview