Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১১:৫০ AM

bdmorning Image Preview


জীবননগরে সড়ক দূর্ঘটনায় লাটাহাম্বার (শ্যালোইঞ্জিন চালিত গরু টানার বিশেষ যান) ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৮টার সময় উপজেলার সাথী অটো রাইস মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে। দেশ লাইফ ইন্সুরেন্সের মালিক মোখলেসুর রহমান মুকুল (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে মুকুল জীবননগর বাজার থেকে নিজ বাড়ি সুটিয়া গ্রামে যাচ্ছিল। এসময় হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বার রাস্তায় পড়ে থাকা ইটভাটার মাটি পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মুকুল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় জনগণ তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় জনগণ একজন মোটরসাইকেল চালককে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্য হয়। ধারনা করা হচ্ছে তার মাথায় আঘাত লাগার কারনে মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পরেই ঘাতক লাটাহাম্বার চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। 

Bootstrap Image Preview