Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে অপহরণের ১ সপ্তাহ পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার

হাসান আহমদ , ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১১:১০ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview


ছাতকে এক সপ্তাহ ধরে আটকে রাখা ১৪ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ছাত্রীর মা'র হাতে তাকে তুলে দেয়া হয়।

জানা যায়, সোমবার (৪ মার্চ) রাতে ছাতক থানার এসআই অরুন কুমার দাস উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রাম থেকে ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেন।

গত এক সপ্তাহ ধরে ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলার এক মাদ্রাসা ছাত্রীকে আলমপুর গ্রামের খুরশিদ আলীর বাড়িতে আটকে রাখার ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়। 

স্থানীয় লোকজনের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মাদ্রাসা ছাত্রীকে ময়মনসিংহ থেকে এনে ঘরে বন্দি অবস্থায় রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। খুশিদ আলী এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় এ বিষয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস দেখাচ্ছে না।   

প্রায় ৭-৮ দিন ধরে ওই মেয়েটি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামের খুশিদ আলীর বাড়িতে আটক অবস্থায় ছিল। খুশিদ আলীর ছোট ছেলে রিয়াজ উদ্দিন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে এখানে এনেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, অপ্রাপ্ত বয়স্ক ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে দেয়া হয়েছে। তবে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেয়ার শর্তে তার মায়ের কাছ থেকে মুছলেকা রাখা হয়েছে।

Bootstrap Image Preview