Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:০০ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview


লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক (২০১৯-২১) নির্বাচনে অ্যাডভোকেট সফুরা বেগম রুমী সভাপতি ও অ্যাডভোকেট আকমল হোসেন আহ্মেদ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটি'র সাধারণ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীগণের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রশিদ।

উক্ত নির্বাচনের ঘোষিত তফসিল মোতাবেক মঙ্গলবার দুপুর ২টার মধ্যে অন্যান্য পদপ্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ।

এছাড়া আরো ১৩টি পদেও কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদেরকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে। 

বিজয়ীরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম বসুনিয়া (রাজু), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার (লেনিন), কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রফিকুল ইসলাম (অপু), লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম (২), সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট কানিজ ফেরদৌস আরা (ইতুল), সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ সরকার, অ্যাডভোকেট খন্দকার ফকরুল ইসলাম মানিক, অ্যাডভোকেট জাহেদুল হক (জাহিদ), অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র রায়, অ্যাডভোকেট রকিবুল হাসান খান, অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম (শফি) ও অ্যাডভোকেট সরিফুল ইসলাম (রাজু)।

Bootstrap Image Preview