Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে শিশু পরিবারের ৩ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৯:৪৫ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের আল নাহিয়ান শিশু পরিবারের ৩ ছাত্রী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে তাদেরকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বেলা ১২টার দিকে নিজের কক্ষেই তারা হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করলে কর্তব্যরতরা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

অসুস্থ শিশুরা হল, আল নাহিয়ান শিশু পরিবারের মাধবী হাউসের শাহজাহান আলীর মেয়ে শারমিন আক্তার (১৫), একই হাউসের নজরুল ইসলামের মেয়ে নাজমিন নাহার (১৫) ও ইব্রাহীমের মেয়ে জুলেখা খাতুন (১৪)। তারা সবাই লালমনিরহাট শহরের কবি শেখ ফজলল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

হাসপাতাল ও প্রতিষ্ঠানটির দায়িত্বরতরা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত শেখ জায়েদ বিন সুলতান ট্রাষ্ট বাংলাদেশ কর্তৃক আল নাহিয়ান শিশু পরিবার পরিচালিত। এখানে ১১১ জন শিশু-কিশোরী আশ্রিত রয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নিজেদের কক্ষে ৩ কিশোরী হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করে।

খবর পেয়ে দায়িত্বরতরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। কিশোরীদের অবস্থার অবনতি ঘটলে আশংকাজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। তবে আত্মহত্যার চেষ্টার কারণ জানায়নি কর্তৃপক্ষ।

আল নাহিয়ান শিশু পরিবারের উপ তত্ত্বাধায়ক এটিএম রশির উদ্দিন জানান, কিশোরীরা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। তবে আত্মহত্যা চেষ্টার কারণ কিছু বলেননি তিনি।

আল নাহিয়ান শিশু পরিবারের পরিচালনা কমিটির সভাপতি লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, কিশোরীদের আত্মহত্যার চেষ্টার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে দায়িত্বরতরা বলেছেন কিশোরীরা নিজেদের মধ্য ঝগড়া করে হারপিক পান করেছে। কিশোরীরা সুস্থ হলে প্রকৃত কারণ জানা যাবে। তাদের চিকিৎসা চলছে। 


 

Bootstrap Image Preview