Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাটের বিরাট রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১২:৪০ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১২:৪০ AM

bdmorning Image Preview


ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি। এবার অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ৯ হাজার রানের বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৬ রান করে আউট হন তিনি। এই ইনিংস খেলার পথে ব্যক্তিগত ২২ রানে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেন কোহলি। ১৫৯তম ইনিংসে অধিনায়ক হিসেবে এ রেকর্ড গড়েন তিনি ফলে পেছনে পড়ে যান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ২০৩ ইনিংসে অধিনায়ক হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন পন্টিং।

এছাড়া বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। পন্টিং-এর মত এর আগে এই তালিকায় নাম তুলেছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও ভারতের মহেন্দ্র সিং ধোনি। বোর্ডার ২৫৭ , ফ্লেমিং ২৭২ , স্মিথ ২২০ ও ধোনি ২৫৩ ইনিংসে অধিনায়ক হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন।

Bootstrap Image Preview