Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাদেরকে অসুস্থতা নিয়ে বিএনপি নেতার স্ট্যাটাস, আ.লীগের ঝাড়ু মিছিল

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের 'কুরুচিপূর্ণ' ফেসবুকে স্ট্যাটাসের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে এই বিশাল ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মিছিলটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীনাথ রায়ের বাজার এসে প্রতিবাদ সভা করে।

এতে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ তার ফেসবুকে যে স্ট্যাট্যস দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে প্রশাসনের কাছে অনুরোধ উপযুক্ত আইনগত ব্যবস্থা নেয়ার এবং দেশের জাতির কাছে ক্ষমা না চাইলে ভোলা জেলা আওয়ামী লীগ এর কঠোর জবাব দিবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন লাভু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।

ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আসিফ আলতাফ ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে তা হুবহু তুলে ধরা হলো-

'No Way! এভাবে মরলে চলবে না। বহু হিসাব নিকাশ বোঝাপড়া আছে। ভোটচুরি, চামচামী, চামবাজী, টেন্ডারবাজী, বিআরটিএর কমিশনের হিসাব দেয়ার পর নরক বা স্বর্গে গিয়ে বাটপাড়ী করেন সমস্যা নাই।'

৪ মার্চ তার ব্যবহৃত ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসের বিরুদ্ধে ভোলা জেলা আওয়ামী লীগ এই ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

আর আগে গত ৩ মার্চ রবিবার সকাল ৭টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ্য হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে।

Bootstrap Image Preview