Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জঙ্গি মৃত্যুর সংখ্যা জানতে কংগ্রেসকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিলো রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৯:২০ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর এয়ার স্ট্রাইকে মৃত্যুর সংখ্যা জানতে কংগ্রেসকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার অভিমত, কংগ্রেসের যদি প্রয়োজন হয়, তবে পাকিস্তানে গিয়ে কতজন জঙ্গির মৃত্যু হয়েছে তারা যেন গণনা করে আসতে পারে।

মঙ্গলবার আসামের ধুবড়ি জেলার ঝগড়ারপার স্টেডিয়ামে একটি জনসভা থেকে বিরোধীদের তোপ দাগেন রাজনাথ। তিনি বলেন ‘অন্য রাজনৈতিক দলের কিছু নেতারা প্রায়ই জিজ্ঞাসা করছেন এয়ার স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গেছেন। আজ অথবা আগামীকাল সেই সংখ্যাটা সামনে আসবে। পাকিস্তান এবং তাদের নেতারাই জানেন কতজন জঙ্গি মারা গেছেন।’

তিনি আরও বলেন ‘বিমান হামলার পর কি আমাদের বিমান বাহিনী সেখানে ১-২-৩-৪-৫ করে লাশ গুনবে? এটা কি ধরনের মজা?’

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি ‘ন্যাশনাল টেকনিক্যালি রিসার্চ অর্গানাইজেশন (এনটিআরও)-ও জানিয়েছে যে বিমান বাহিনীর দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ঠিক আগে বালাকোটে ৩০০ মোবাইল ফোন সক্রিয় ছিল। এই মোবাইল ফোনগুলো কি গাছেরা ব্যবহার করছিল? আপনারা (বিরোধীরা) কি এনটিআরও’এর রিপোর্টকেও মান্যতা দেবেন না?’

একসময় কংগ্রেসকে তোপ দেগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘আমরা কংগ্রেস বন্ধুরা যদি মনে করেন যে মৃত্যুর সংখ্যাটা তাদের জানানো উচিত, তবে আমি তাদের বলবো আপনারা যদি চান তবে পাকিস্তানে যেতে পারেন এবং সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মৃত্যুর সংখ্যা জানতে পারে ও গণনা করতে পারেন।’

Bootstrap Image Preview