Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিনেমা ও সিনেমাহল তৈরির কাজ শুরু করল সৌদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৮:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিনেমা ও সিনেমাহল তৈরির কাজ শুরু করেছে রক্ষণশীল দেশ সৌদি আরব। এজন্য চলচ্চিত্র নির্মাণ এবং সিনেমাহল বানানোর জন্য সপ্তম প্রতিষ্ঠান হিসেবে 'মুভি'কে লাইসেন্স দিয়েছে সৌদি আরব।

জানা গেছে, ওই প্রতিষ্ঠানের ব্যানারে চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু করে প্রেক্ষাগৃহ নির্মাণ করা হবে। এছাড়া অডিও ক্যাসেটও বের করবে প্রতিষ্ঠানটি। সৌদি আরবের ভিশন ২০৩০ এর অধীনে ওই প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হয়েছে।

সৌদি আরবের তথ্যমন্ত্রী এবং অডিওভিজ্যুয়াল মিডিয়ার জেনারেল কমিশনের সভাপতির উপস্থিতিতে 'মুভি'র প্রধানের হাতে লাইসেন্স তুলে দেয়া হয়।

জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠানের সহায়তায় জেদ্দায় প্রথম সিনেমাহল নির্মাণ করতে যাচ্ছে 'মুভি'। সেখানকার একটি শপিং কমপ্লেক্সে সিনেমাহলটি নির্মাণ করা হবে।

কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি সিনেমাহল নির্মাণ করে ৫০টির বেশি পর্দায় চলচ্চিত্র দেখানোর ইচ্ছা রয়েছে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানটির।

Bootstrap Image Preview