Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে সারবোঝাই ট্রাক পুকুরে, চার লাখ টাকার ক্ষতি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে চারশ’ বস্তা সার নিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে সারগুলো পানিতে ডুবে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) ভোরে আত্রাই-মস্কিপুর রাস্তার নওদুলি বাজারের বটতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।

ট্রাকমালিক শহিদুল ইসলাম জানান, আত্রাই বিএডিসি গুদামে সার নিয়ে আসার জন্য তার ট্রাকটি ভাড়া করা হয়। ট্রাকটি খুলনা ৫ নম্বর ঘাট থেকে চারশ’ বস্তা টিএসপি (তিউনিসিয়া) সার নিয়ে আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার ভোরে আত্রাই-নওদুলি রাস্তার বটতলা নামকস্থানে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকে থাকা প্রায় চার লাখ টাকা (সরকারি মূল্য) মূল্যের চারশ’ বস্তা সার পানিতে ডুবে নষ্ট হয়ে যায়।

তিনি জানান, রাস্তার পাশে পুকুর খনন করে ট্রাক্ট্ররে করে মাটি বহনকালে ট্রাক্ট্রর থেকে রাস্তায় মাটি পড়ে বৃষ্টির পানিতে কাদায় পিচ্ছিল হয়ে যায়। ট্রাকটি ওই পিচ্ছিল কাদার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এ ব্যাপারে তিনি খননকৃত পুকুর মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে আত্রাই বিএডিসি’র গুদাম কর্মকর্তা শামীম রেজা জানান, সারগুলো গুদামে পৌঁছার আগেই ট্রাকটি পুকুরে পরের পানিতে ডুবে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Bootstrap Image Preview