Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদ ভবনে নতুন সবজি, নিয়মিত পরিদর্শনে স্পিকার-সেতুমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৮:১৩ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


'বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের' অধীনে সংসদ ভবনের ফুটবল মাঠের দক্ষিণ পাশে প্রায় এক একর জমিতে নতুন এক সবজির বাগান রয়েছে। ২০১৪ সাল থেকে এখানে প্রচলিত ও অপ্রচলিত বিভিন্ন ধরনের শাকসবজিসহ দেশে অভিযোজিত নতুন শাকসবজি চাষ করা হচ্ছে।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনির আগ্রহ, আন্তরিকতা ও সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালনায় এই প্রদর্শনী বাগানে প্রায় ৫৮টি বেডে ভিন্ন ভিন্ন শাকসবজি ও ফলের চাষ হচ্ছে।

বাগানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মাহমুদ জানান, এ বছর বাগানের গুরুত্বপূর্ণ নতুন সংযোজন হল অস্ট্রেলিয়ার ডোয়ার্ফ জাতের চেরি টমেটো,লম্বাটে গড়নের লালচে রঙের শিম,মাখন শিম,বুশ শিম,পাঁচকন্দীয় পেঁয়াজ,লম্বাটে ও বড় আকারের পেঁয়াজ।

তিনি আরও জানান, আমাদের মাটিতে নতুন এসব সবজির ফলনও বেশ ভালো।

বাগানে উল্লেখযোগ্য সংগ্রহকৃত সবজির মধ্যে রয়েছে চীন থেকে সংগৃহীত উন্নত বীজের মিষ্টি ভুট্টা,অস্ট্রেলিয়ার নতুন ডোয়ার্ফ জাতসহ চার ধরনের চেরি টমেটো, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা লম্বাটে গড়নের লালচে রঙের শিম, মাখন শিম, বুশ শিম, অস্ট্রেলিয়ার নতুন জাতের পাঁচকন্দীয় পেঁয়াজ, একই পেঁয়াজের লম্বাটে ও বড় আকারের নতুন আরেকটি প্রকারভেদ,সবুজ-লাল-গম্বুজ আকৃতি ও লেমন রঙসহ চার প্রকার লেটুস, লালরঙের চায়নিজ বাঁধাকপি,লাল-সবুজ ও হলুদ ক্যাপসিকাম,নতুন জাতের মিষ্টি আলু,টকপালং,বিট, ১৫ রকম শাক,বারোমাসি সজনে,স্ট্রবেরি,ব্রুকলি,তিন বীজ বিশিষ্ট পাহাড়ি বাদাম, চার জাতের মরিচ,আফ্রিকান চুকোর,মৌরি মসলা,সিলারি,পার্লচলি ইত্যাদি।

প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. মেহেদী মাসুদ জানিয়েছেন, নিয়মিত এই বাগান পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,চিফ হুইপ আ স ম ফিরোজসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

Bootstrap Image Preview