Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামায়াতে ইসলামীর কার্যক্রম বাঞ্চাল করুন: বাংলাদেশকে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশে জামায়াতে ইসলামীর কার্যক্রম নিয়ে চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র। তাই দলটির কার্যক্রম নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

মার্কিন প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভে একটি প্রস্তাব এ আহ্বান জানান মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভে একটি প্রস্তাব পাস হয়েছে। মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস জামায়াতের কার্যক্রম নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাবটি পেশ করেন।

প্রস্তাবনায় জামায়াতে ইসলামী ও তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীগুলো যেভাবে ধর্মীয় স্বাধীনতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তা বন্ধ, নিয়ন্ত্রণ ও বাঞ্চাল করতে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবনায় জামায়াতে ইসলামীকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সন্ত্রাসবাদী ও জিহাদিদের মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তাছাড়া যুক্তরাষ্ট্রের যেসব সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা আছে তাদেরকে গোষ্ঠীটির জন্য যেকোনো ধরনের আর্থিক সাহায্য-সহযোগিতা বন্ধ করার নির্দেশও প্রদান করা হয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ায় মৌলবাদী গোষ্ঠীদের দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র বিশেষভাবে চিন্তিত। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মতো পাকিস্তানকেও ঠিক একই কারণে ওই প্রস্তাবনার মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরপেক্ষ গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। দেশটিতে চরমপন্থী ও জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে তা বন্ধে এমন পদক্ষেপ জরুরি।

Bootstrap Image Preview