Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তোষকের ভেতর দুই লাখ টাকার গাঁজা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview


বিছানার তোষকের ভেতর থেকে প্রায় দুই লাখ টাকার ভারতীয় গাঁজার চালানসহ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে জালাল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) জব্দকৃত গাঁজা, গাঁজা বিক্রির নগদ টাকাসহ জালালকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ী উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর মোকশেদপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাবের টহল দলের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিসারগণ তাহিরপুরের সীমান্তবর্তী উত্তর মোকশেদপুর গ্রামে সোমবার (৪ মার্চ) রাতে অভিযান চালান।

র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার ফয়সাল আহমদ, এএসপি আবদুল খালেকসহ সঙ্গীয় ফোর্স ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালিক সাজেদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য,  নগদ টাকা জব্দ ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযানে সীমান্তের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী জালালের বসতঘরে তল্লাশী চালিয়ে তারই বততঘরে থাকা খাটিয়ার ওপর বিছানো তোষকের ভেতর থেকে ১৭ কেজি ভারতীয় গাঁজা ও গাঁজা বিক্রির ২২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। একই সময় জালালকেও আটক করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফোরের পরিদর্শক মো. শোয়েব আহম্মদ চৌধুরী বাদী হয়ে জালালের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview