Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৪:৫১ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জিএম আকবর কবীরের বিরুদ্ধে রমজাননগর ইউনিয়নের হুমায়ন কবীরের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে স্থানীয় সাংবাদিকরা। শ্যামনগর থানায় মামলাটি করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টারস ক্লাব সভাপতি গাজী আল ইমরান, মুন্সিগঞ্জ সুন্দরবন রিপোর্টারস ক্লাব সভাপতি পিযুজ বাউলিয়া, সাংবাদিক শেখ আফজালুর রহমান, সাংবাদিক সামিউল মনির, সাংবাদিক এস কে সিরাজ, ফারুক হোসেন প্রমুখ।

মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামানের মাধ্যমে মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ‘ভেটখালী খাদ্য গুদামের জায়গা দখল’ শিরোনামে প্রিন্ট ও অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশ করার কারণে প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসীন হোসেন বাবলুসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেন হুমায়ুন কবীর।

Bootstrap Image Preview