Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সদরপুরে আটক ১ ডাকাত, জখম বাড়ির লোকজন

সাব্বির হাসান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৪:০৭ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৪:০৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সদরপুরে এক ডাকাতকে আটক করে সদরপুর থানা হেফাজতে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে ডাকাতকে সদরপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটককৃত ডাকাতের নাম মোঃ ইব্রাহীম(৪৫)। সে ফরিদপুর কোতয়ালী থানার বাখুন্ডার বুকাইল গ্রামের মজিবর মিয়ার পুত্র।

ডাকাতকে আটককালে তার হাতে থাকা ধারালো চাকুর আঘাতে মারাত্মকভাবে জখম হয় রাব্বির নামের এক যুবক। রাব্বিকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রাব্বির বড় ভাই রায়হান খান।   

রায়হান খান জানান, রাতে জানালার গ্রীল ভেঙ্গে ডাকাতদল ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে প্রতিবেশীকে মুঠোফোনে জানায়। পরে প্রতিবেশিরা রাতে জড়ো হয় ডাকাত দলকে ঘেরাও করে। ওই সময় সংঘবদ্ধ তিন ডাকাতের মধ্যে দু'জন পালিয়ে যায় ও একজন জনতার হাতে আটক হয়। 

আটককৃত ডাকাত ইব্রাহীম জবানবন্দিতে জানায়, সোমবার মধ্যরাতে তারা ৩ জন মোবাইল চুরির জন্যে গ্রীল কেটে ঘরে প্রবেশ করি। পরে এলাকাবাসীর হাতে ধরা খাই। তার সাথে থাকা বাকি দু'জন হলেন, জেলার ভাঙ্গা উপজেলার খাটরা গ্রামের ইসরাফিল ও ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের ওহিদুল ইসলাম। 

এ ব্যাপারে সদরপুর থানার এস আই মোঃ কামরুজ্জামান জানান, সদরপুর থানায় একটি দস্যুতা অপরাধে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এক আসামিকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলবে। 


 

Bootstrap Image Preview