Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চোখের জলে নিজেদের খেলার মাঠ রক্ষা করল সুবিধাবঞ্চিত শিশুরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০২:২৩ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview


বরিশালে খেলার মাঠে সরকারি ভবন নির্মাণ ঠেকাতে খাওয়া-দাওয়া বাদ দিয়ে অবস্থান নেয় একদল সুবিধাবঞ্চিত শিশু। পরে সংশ্নিষ্ট কর্মকর্তা সেখানে ভবন নির্মাণ না করার ঘোষণা দিলে খাবার খায় তারা।

সোমবার(৪ মার্চ) বরিশালের রূপাতলীতে সমাজসেবা বিভাগের মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২০১২ সালে শুরু হওয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের মেয়াদ ২০১৬ সালে শেষ হয়। এখন প্রধানমন্ত্রীর বিশেষ খাতের অধীনে সরকারি কর্মসূচি হিসেবে এই পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম চলছে। বরিশাল কেন্দ্রে এখন ৯৪ জন শিশু-কিশোর-কিশোরী রয়েছে। আগে একটি ভাড়া বাড়িতে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছিল। ২০১৭ সালের ১০ নভেম্বর রূপাতলীতে সমাজসেবা বিভাগের অব্যবহূত স্থাপনা ও জমিতে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। আশ্রিত শিশুরা সেখানেই থাকছে। সেখানে খেলার মাঠসহ সুপরিসর জায়গা রয়েছে।

সম্প্রতি ওই স্থানে জেলা সমাজসেবার অফিস কমপ্লেক্স নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। গতকাল সংশ্নিষ্ট ঠিকাদার সেখানে নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নেন। তখন পুনর্বাসন কেন্দ্রের শিশুরা খেলার মাঠ ও খোলা জায়গা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান নেয়। এবং তারা সেখানে বিক্ষোভ শুরু করে। ওই সময় শিশুদের অঝোরে কাঁদতে দেখা যায়। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও শিশুরা সেখানেই বসে থাকে। ওই সময় মাঠ না থাকলে তারা খাবার খাবে না বলে জানায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সমাজসেবা বিভাগীয় উপপরিচালক শাহনাজ পারভীন ঘটনাস্থলে যান। তিনি মাঠে ভবন না করার প্রতিশ্রুতি দিলে শিশুরা দুপুরের খাবার খায়।

সমাজসেবা বিভাগের উপপরিচালক শাহনাজ পারভীন বলেন, শিশুদের আবেগের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি ঘটনাস্থলে যান। এবং তাদের বুঝিয়ে-শুনিয়ে দুপুরের খাবার খেতে রাজি করান।

Bootstrap Image Preview