Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোটচাঁদপুরে নতুন ও পুরাতন সড়কের কাজে ব্যাপক অনিয়ম

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০১:৩৭ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০১:৫৩ PM

bdmorning Image Preview


ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জেলা পরিষদ কর্তৃক নতুন ও পুরাতন সড়কের কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে।এসব দেখার যেন কেউ নেই। প্রায় রাস্তারই একই অবস্থা, শুধু নামে মাত্র উন্নয়ন।

সরকার ঠিকই জনসাধারণের চলাচলে সুবিধার জন্য রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করছে। কিন্তু কিছু অসৎ ব্যক্তি অবৈধভাবে এসব উন্নয়নের টাকা লুটপাট করছে। সড়ক ও জনপদ বিভাগের নিয়জিত ঠিকাদারসহ প্রভাবশালী একটি মহল রাস্তার কাজে এসব অনিয়মের পেছনে রয়েছেন বলে জানা যায়।  

একটি রাস্তার কাজ সঠিকভাবে করা হলে কমপক্ষে ৩ থেকে ৪ বছর ভালভাবে জনসাধারণ চলফেরা করতে পারে। কিন্তু দুর্নীতির মাধ্যমে উৎকৃষ্ট এক নং ইটের বদলে ব্যবহার করা হচ্ছে দুই-তিন নাম্বারের ইট। আর কাজ শেষে ঢেকে দেয়া হচ্ছে বালুর স্তর দিয়ে। স্থানীয়রা এ রাস্তার কাজে এসব অনিয়ম দেখে প্রতিবাদ করলেও কোন কাজ হচ্ছে না। অনেক রাস্তায় অনিয়ম দেখে স্থানীয় লোকজন রাস্তার কাজ বন্ধ করে দেন। কিন্তু শ্রমিকরা জনগণের বাধার তোয়াক্কা না করেই কাজ সম্পন্ন করছেন।

কোটচাঁদপুর উপজেলার এই রাস্তাটি হচ্ছে বলুহর গ্রামের জামতলা থেকে রামচন্দ্রপুর মন্দীর পর্যন্ত ২৮০ ফিটের সলিং রাস্তা। এ এলাকার আপামর জনতা সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, দেখেন আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য জন সাধারণ চলাচলের রাস্তার কাজে কি ধরণের চুরি করছে। গ্রামগঞ্জের রাস্তা ঘাটের এমনভাবে যদি কাজ করা হয় তাহলে কি আমাদের বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার কতটুকু করা সম্ভব হবে? আপনারা লিখুন, সরকার জানুক তার টাকায় সঠিকভাবে ঠিকাদার কাজ করছে না। সরকারের ভাবমূর্তির দিকে লক্ষ্য করে অতিবিলম্বে এসব দুর্নীতির দিকে নজর দিয়ে প্রশাসনিক ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সচেতন মহলের লোকজন। 

বলুহর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন সাহেবকে রাস্তার বিষয়টি জানালে তিনি বলেন, আমি রাস্তার কাজটি দেখেছি, কিন্তু আপনি সাংবাদিক আপনারা ভাল করে দেখেন কাজটি আমার না। জেলা পরিষদের কাজ জেলার পরিষদই দেখবে।

জেলা পরিষদ ঝিনাইদহে কথা বললে ওখান থেকে প্রতিবেদককে জানান, ১নং ইটের কাজ এখানে কোন দুর্নীতিকে কোন ছাড় দেয়া হবে না।

এদিকে রাস্তার বিষয়টি কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি দেখছি।

Bootstrap Image Preview