Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর সীমান্তে ফের গোলা-গুলি, আহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview


বিরোধপূর্ণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তে গভীর রাত থেকে দুপক্ষের মধ্যে আবারও গোলাগুলি শুরু হয়েছে। নিয়ন্ত্রণরেখার ওপার থেকে অব্যাহত রয়েছে পাকিস্তানের গোলাবর্ষণ।

ভারতের দাবি, জম্মু-কাশ্মীরের সীমান্তঘেঁষা ত্রাল এলাকায় কয়েকটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। এ কারণে সেখানে রবিবার থেকে রুটিন তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী। তল্লাশি শুরু হতেই গুলিবৃষ্টি শুরু করেন স্বাধীনতাকামীরা।

পাল্টা জবাব দেন ভারতীয় সেনারাও। টানা এক ঘণ্টার গোলাগুলিতে কাশ্মীরের এক স্বাধীনতাকামী গুরুতর আহত হয়েছেন। গোটা এলাকাজুড়ে চলছে তল্লাশি ও সেনা অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে-৪২ আরআর, ১৮০ ব্যাটালিয়ন সিআরপিএফ, জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপ ও জম্মু-কাশ্মীর পুলিশ।

তবে ওই এলাকায় কাশ্মীরের স্বধীনতাকামীদের কোন সংগঠনের যোদ্ধারা আত্মগোপন করে আছে তা জানা যায়নি। তবে ভারতের দাবি, হিজবুল মুজাহিদিনের কয়েকজন সদস্যই লুকিয়ে রয়েছে ত্রালে।

রবিবার গভীর রাত থেকেই জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালিয়েছে যাচ্ছেন পাকসেনারা। মর্টারও ছুড়েছে পাকবাহিনী। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারত।

Bootstrap Image Preview