Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খেলতে চান মুশফিক, ঝুঁকি নিতে চায় না বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview


গেলো বছর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাজরের ব্যাথা নিয়ে ম্যাচ উইনিং সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই পুরোনো ব্যর্থ আবারো জেঁকে বসেছে মুশির। তাই খেলতে পারেননি টেস্ট সিরিজের প্রথম তবে। তবে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন দ্বিতীয় টেস্টে।

সোমবার নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সন্ধ্যায় প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের ফাইনাল দেখতে এসেছিলেন মিরপুরে। সেখানে সাংবাদিকদের প্রশ্নে মুশফিকের ইনজুরি নিয়ে কথা বলেন তিনি। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি-‘ মুশফিকের সাথে কাল ( রবিবার) কথা হয়েছে। ও বলেছে জিমে গেছে, প্র্যাকটিস করেছে। অনেক ভাল অনুভব করছে বলেও আমাকে সে জানিয়েছে। সেকেন্ড টেস্ট মুশফিক খেলতে চায়, ও তা বলেছে।’

তবে মুশফিককে নিয়ে বিশ্বকাপের আগে আর কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই ফিজিও কাছে থেকে মুশফিকের শতভাগ ফিট রিপোর্ট না পাওয়া পর্যন্ত মাঠে নামাতে চায় না তারা। নাজমুল হাসান পাপন-‘ ওর কথা শুনে আমি বলেছি, কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। সামনে ওয়ার্ল্ড কাপ। তোমার ফিট থাকাটা জরুরী। যদি ফিজিও বলে সব ঠিক আছে, তাহলে ওর খেলতে কোন বাধা নেই। তা না হলে ওকে নিয়ে কোন ঝুঁকি নিব না।’  ফিজিও’র রিপোর্টের দিকে তাই তাকিয়ে থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং বিসিবিকে।   

Bootstrap Image Preview