Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে খেলতে না পারায় হতাশ ডি ভিলিয়ার্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১০:৪৮ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১০:৪৮ AM

bdmorning Image Preview


পাকিস্তান প্রিমিয়ার লিগের চতুর্থ আসর থেকে ইনজুরির জন্য ছিটতে গেলেন ইমরান তাহির। ফলে পাকিস্তানের লাহোরে আয়োজীত আসরের পরবর্তী ম্যাচ গুলোতে অংশ নিতে পারছেনা না তিনি। 

পিএসএলে আরব আমীরশাহী লেগ শেষ হবে ৫ মার্চ৷ তার পর খেলা হবে করাচিতে৷ কিন্তু পিঠের চোটের জন্য করাচি লেগে খেলতে পারবেন না ডি’ভিলিয়ার্স৷ কিন্তু করাচি লেগে খেলতে না-পারায় হতাশ ডি’ভিলিয়ার্স বলেন, ‘আশা করি পরবর্তী পিএসএলে খেলতে পারব৷ তবে দ্রুত সুস্থ হয়ে দেশের হয়ে মাঠে ফিরতে চাই৷’

এবারের পিএসএলে আটটি ম্যাচ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ গুলোতে খেলার কথা জানিয়েছিলেন ডি ভিলিয়ার্স। তবে ইনজুরির কারণে লাহোর কালান্ডার্সের হয়ে খেলা এই ক্রিকেটার চলতি আসর থেকে ছিটকে গেলেন তিনি। চলতি আসরে রানের মধ্যেও ছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান৷

যদিও চোটের জন্য পিএসএল খেলতে না-পারায় হতাশ প্রোটিয়া ব্যাটসম্যান৷ তিনি বলেন, ‘পিএসএলে খেলতে না-পারায় আমি অত্যন্ত হতাশ৷ পাকিস্তানি ফ্যানেদের সামনে খেলতে না-পারা খারাপ লাগছে৷ কারণ চিকিৎসক আমাকে দু’ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছে৷ সুতরাং করাচির ম্যাচ গুলি থেকে আমাকে সরে দাঁড়াতে হল৷’

পাকিস্তান সুপার লিগে না-খেলতে পারলেও এবি-কে দেখা যেতে পারে আসন্ন আইপিএলে৷ ২৩ মার্চ থেকে শরু হচ্ছে দ্বাদশ আইপিএল৷ প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে নামবেন আইপিএলে বিরাটের সতীর্থ এই ক্রিকেটার৷

Bootstrap Image Preview