Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবসরের ঘোষণা দিলেন ইমরান তাহির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১০:০৯ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview


আগামী মে-জুনে ইংল্যান্ডে মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১২তম আসর। এই আসরের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোন ঘোষণা দিয়েছেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটনসম্যান ক্রিস গেইল। এবার তার পথই অনুসরন করলেন আরেক তারকা ক্রিকেটার ইমরান তাহির। 

বিশ্বকাপেই শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিলেন ৩৯ বছরের তারকা স্পিনার ইমরান তাহিরকে। তবে দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে তাহির বলেছেন, ‘আমি সব সময় বিশ্বকাপ খেলতে চেয়েছি। দারুণ এই দলের হয়ে খেলাটা আমার জন্য অসাধারণ এক অর্জন হবে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমার সমঝোতা রয়েছে এবং আমি বিশ্বকাপের পর শেষ করব, যে কারণে সে সময় পর্যন্ত আমি চুক্তিবদ্ধ আছি।’

তাহিরের ওয়ানডে অভিষেক ২০১১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। খেলেছেন সে বছর অনুষ্ঠিত বিশ্বকাপে। সে সময় থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন তাহির৷ ৯৫ ম্যাচে ওয়ান ডে উইকেটের সংখ্যা ১৫৬টি৷ এছাড়া ৩৭ টি টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৬২ উইকেট৷

তাহির চি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া র কথা উল্লেখ করে বলেন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমাকে বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলার অনুমতি দেবে, তবে আমি দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি খেলতে পছন্দ করব। আমি মনে করি আমার সামর্থ্য আছে এবং দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অবদান রাখতে পারব। সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।’

Bootstrap Image Preview