Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেললেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৯:৪১ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৯:৪১ AM

bdmorning Image Preview


আইসিসি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নিউজিল্যান্ড প্রথম টেস্টের তিন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সৌম্য সরকার। তিন ব্যাটসম্যানই টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠে এসেছেন।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি নতুন করে ব্যাটসম্যানদের র‍্যাংকিং প্রকাশ করেছে। সেই র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সাকিব আল হাসানকে পেছনে ফেলে উপরে উঠে এসেছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১২৬ ও ৭৪ রানের ইনিংস খেলেন। এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন। এর আগে তার ব্যাটিং র‌্যাঙ্কিং ছিল ৩৬। বর্তমানে ৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ছুঁয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে।

এদিকে ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে দলে না থাকা সাকিব আল হাসান তামিম ইকবালের উত্থানে পেছনে পড়ে গেছেন। ৬১০ রেটিং নিয়ে ২৮তম স্থানে রয়েছেন সাকিব। তামিমের রেটিং ৬২৬।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকানো অপর দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১ ও ১৪৯ রানের ইনিংস খেলে ২৫ ধাপ উন্নতি করে সৌম্য উঠে এসেছেন ৬৭তম স্থানে।

আর ২২ ও ১৪৬ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ রিয়াদ উঠেছেন ক্যারিয়ার সেরা ৪০তম স্থানে। পাশাপাশি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়েও ৩ ধাপ উন্নতি করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। অবস্থান করছেন ৬৩তম স্থানে।

Bootstrap Image Preview