Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোস্টার পোড়ানোকে কেন্দ্র করে সহিংসতায় যুবলীগ নেতা আহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুুলবাড়ীতে উপজেলা নির্বাচনে আওয়াামী লীগ প্রার্থীর নৌকা মার্কার পোস্টার পোড়ানোর অভিযোগ এনে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সহিংসতার ঘটনায় পৌর যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন পলাশ আহত হয়েছেন।

রবিবার (৩ মার্চ) উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর আনারস মার্কার সমর্থকরা আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী আতাউর রহমান মিল্টনের নৌকা মার্কার পোস্টার পোড়ানোর অভিযোগ এনে ওইদিন রাতে পৌর শহরের বটতলী নামক স্থানে দু’পক্ষের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে পৌর যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদ সরকার পলাশ মাথায় আঘাত পেলে অহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর থেকে ফুলবাড়ী শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় মমিনুল ইসলাম (৩৫) নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যাক্তী পৌর এলাকার সুজাপুর গ্রামের আবু বক্কর এর ছেলে।

এ বিষয়ে আজ সোমবার স্বতন্ত্র প্রার্থী সুদর্শন পালিত বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী আতাউর রহমান মিল্টন জানান, দলীয়ভাবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ জানান, পোস্টার পোড়ানোর ঘটনায় মমিনুল ইসলাম (৩৫) নামে এক জনকে ওই রাতেই আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview