Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রাইম ধলেশ্বরকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে  প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ২৪ রানে হারিয়ে  শিরোপা ঘরে তুললো শেখ জামাল ধানমন্ডি ক্লাব 
প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৭ রান করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব । দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইমতিয়াজ হোসাইন ৫৬।

এছাড়াও ক্যাপ্টেন সোহানের  ৩৩  ও তানভির হায়দারের ব্যাট থেকে আসে ৩১ রান।

জামালের দেওয়া ১৫৮ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ধলেশ্বরের দুই ওপেনার শুরুটা ভালো করলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। সাইফ হাসান ২৬ ও আরাফাত ৩৩ রানে সাজ ঘরে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে  ধলেশ্বর। এরপর মিডিল অর্ডার ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায় ডুবে যায় ধলেশ্বর। 

প্রাইম ধলেশ্বরের সংক্ষিপ্ত স্কোরঃ  
সাইফ হাসান(২৬), আরাফাত(৩৩),মার্শাল(৩), ফরহাদ(৩), মাহমুদ হাসান(৩), সৈকত(২), আসলাম(৩), ফরহাদ রেজা (৪৫), মানিক(৩), আরাফাত সানী(৩)*, এনামুল জুনিয়র(০)*। 

উইকেট নিয়েছেনঃ ইলিয়াস সানী ১/৩৬, আফ্রিদি ১/১০, শাকিল ২/৪১, শহিদুল ১৯/৪ 

শেখ জামালের সংক্ষিপ্ত স্কোরঃ ১৫৭/৭
ফারদিন হাসান(১৮), হাসানুজজামান(৪),  নাসির(৫), জিয়াউর রহমান(২), সোহান(৩৩), ইলিয়াস সানী(৪)*, তানভির হায়দার(৩১), শহিদুল(০)*।

উইকেট নিয়েছেনঃ ফরহাদ রেজা ৩/৩২, সৈকত ১/৩১ ,মানিক ১/১২, এনামুল জুনিয়র ১/৩০ , আরাফাত ১/২৫। 

শেখ জামালঃ ফারদিন হাসান, ইমতিয়াজ হোসাইন, নাসির হোসাইন, তানভির হায়দার, ইলিয়াস সানি, শহিদুল ইসলাম, নুরুল হাসান, জিয়াউর রহমান, হাসানুজজামান, সালাউদ্দিন শাকিল, মিনহাজুল আবেদীন।

প্রাইম ধলেশ্বরঃ ফরহাদ রেজা, মার্শাল আয়ুব, আরাফাত সানী, সাইফ হাসান, সৈকত আলী, মাহমুদুল হাসান, এনামুল হক জুনিয়র, আসলাম হোসাইন, ফরহাদ হোসাইন, মানিক খান, মোহাম্মদ আরাফাত।
 

Bootstrap Image Preview