Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ এয়ারলাইন্সকে আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৭:২৭ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৭:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এবার নিজ দেশের আকাশসীমা ব্যবহারে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। এর জেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের বিমান এয়ারলাইন্সকে।

সম্প্রতি সীমান্ত উত্তেজনার জেরে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে ২৬ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার বন্ধ করে বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর জন্য। এই তালিকার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও রয়েছে।

এছাড়াও পাকিস্তানের এই নিষেধাজ্ঞার জেরে এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে অনেক যাত্রী আটকা পড়েন। থাই এয়ারওয়েজ, এমিরেটস ও কাতার এয়ারওয়েজের অনেক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা দিয়ে যায়। সেটি বন্ধ হওয়ায় ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় তারা।

জানা গেছে, আগে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা পৌঁছতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময় লাগে প্রায় ৭ ঘণ্টা ২০ মিনিট। জেদ্দা যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে বিমান বাংলাদেশ। সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার কারণে ইসলামাবাদ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এ কারণে জেদ্দা পৌঁছতে এক ঘণ্টা অতিরিক্ত সময় লাগছে। এর জেরেই ঘাটতির মুখে পড়েছে বিমানসংস্থা। তবে বাড়তি ব্যয়ের দায় এখনও যাত্রীদের উপর চাপানো হয়নি।

জানা গেছে, শুধু জেদ্দা নয়, লন্ডন, দাম্মাম, কুয়েত, দোহা যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা হয়।

সূত্রে জানা যায়, ফ্লাইটের সময় বেড়ে যাওয়ায় শিডিউলে বিরূপ প্রভাব পড়ছে। ফ্লাইট শিডিউল আগে নির্ধারিত হলেও বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো যাচ্ছে না। পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় দাম্মাম যেতে ৫ ঘণ্টা ৫০ মিনিটের বদলে লাগছে ৬ ঘণ্টা ৩০ মিনিট, কুয়েত যেতে ৬ ঘণ্টা ১৫ মিনিটের বদলে লাগছে ৭ ঘণ্টা, দোহা যেতে ৫ ঘণ্টা ৩০ মিনিটে বদলে লাগছে ৬ ঘণ্টা ১৫ মিনিট, লন্ডন যেতে ১০ ঘণ্টা ৪৫ মিনিটের বদলে লাগছে ১২ ঘণ্টা।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, পাকিস্তানের আকাশসীমা ঝুঁকিপূর্ণ হওয়ায় বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় বিমান ওড়ায় জ্বালানি বেশি লাগছে। খরচও বৃদ্ধি পাচ্ছে।

Bootstrap Image Preview