Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তিতে নজরদারি চালাবে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৬:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশ সীমান্তে নজরদারি চালাতে এবারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে ভারত। এখন থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারিতে যাতে কোনোরকম ফাঁক ফোকর না থাকে সেজন্য লেজারওয়াল থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হাইটেক নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ) এর ইস্টার্ন কম্যান্ডের প্রধান হেমন্ত কুমার কোহিয়া জানান, কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, লেজার ওয়াল, সেন্সর, ক্লোজ সার্কিট টিভি, হাই পাওয়ার ক্যামেরা দিয়ে বাংলাদেশ সীমান্তকে মুড়ে দেওয়া হবে।

তিনি আরো জানান, অত্যাধুনিক এই প্রযুক্তির মাধ্যমে যে কোনও আবহাওয়ার মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি চালানো সম্ভব হবে। এমনকি অতিবৃষ্টি, ঘন কুয়াশা কিংবা ধুলিঝড়েও নজরদারির ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অদৃশ্যভাবে নদীপথ, স্থলপথ ও অকাশপথে চলবে নজরদারি।

জানা যায়, প্রাথমিকভাবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসাম ও ত্রিপুরায় ভারত ও বাংলাদেশ সীমান্তকে ঘিরে ফেলা হবে।

Bootstrap Image Preview