Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনগণের কাছে জঙ্গি হামলার তথ্য গোপন করেছেন মোদি: মায়াবতী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview


বিজেপি ও বিশেষত মোদি সরকার জনগণের কাছে আসল তথ্য গোপন করে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছেন বলে দাবি করেছেন ভারতের বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী।

ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল রোববার লখনৌতে দলের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মায়াবতী বলেন, ‘বিগত কয়েকদিন জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হানা নিয়ে সারা দেশের মানুষ বিচলিত। বিজেপি ও বিশেষত মোদি সরকার সাধারণ মানুষের কাছ থেকে আসল তথ্য গোপন করে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষের কাছে আর কোনো কিছুই অজানা নেই।’

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে এসপি-বিএসপি জোটের খুব সাবধানে নিজেদের আগামী পদক্ষেপ গ্রহণ করা উচিত।’

ভারত-পাকিস্তান জটিলতার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন প্রান্তের ১৫ হাজার অঞ্চলের প্রায় এক কোটি বিজেপি কর্মীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ করেন।

এর ব্যঙ্গ করে মায়াবতী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের মানুষের আবেগের সঙ্গে ছিনিমিনি খেলেছেন।’

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে মায়াবতীর জোট থেকে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে ও উত্তরাখন্ডে মোট ১১০টি আসনে প্রার্থীরা ভোটে দাঁড়াবে। উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৮টি আসনে বিএসপি ও ৩৭টি আসনে এসপি নিজেদের প্রার্থী দেবে বলে জানিয়েছে মায়াবতীর দল।

Bootstrap Image Preview