Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেনে নিন বিশ্বকাপে কোহলিদের জার্সির চারটি বিশেসত্ব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই ইংল্যান্ড বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে জার্সি পরেই বিশ্বকাপ যাত্রা করবে কোহলিরা। তবে বিশ্বকাপ যাত্রায় বিরাট কোহলিদের উদ্দীপ্ত করতে জার্সির মধ্যে দিয়ে নতুন উদ্যোগ বিসিসিআই-এর। জার্সির ভেতরে থাকছে বিশ্বকাপ জয়ের ইতিহাস। থাকছে তিনটি তারাও।

৩০ মে ইংল্যান্ডের মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের ১২তম আসর। গেল শুক্রবার বিশ্বকাপ উপলক্ষে নতুন জার্সি প্রকাশ করেছে ভারতীয় বোর্ড বিসিসিআই। নতুন জার্সি গায়ে পড়ে এর মধ্যেই ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে নেমে গেছে তারা। 

কোহলিদের এবারের বিশ্বকাপ জার্সিতে রয়েছে নতুন চমক৷ দুই ফরম্যাট মিলিয়ে ভারতের তিনবার বিশ্বকাপ জয়ের জন্য থ্রি স্টার যেমন থাকছে, পাশাপাশি এবার জার্সির কলারের নিচে তিনবারের বিশ্বকাপ জয়ের দিনের উল্লেখ থাকছে৷ তিন বিশ্বকাপ জয়ের দিন লেখা জার্সিই ইংল্যান্ডের মাটিতে কোহলিদের নতুন করে তাতাবে বলে মনে করছে ক্রিকেটমহল৷ 

শুধু তাই নয়, প্রতিটি বিশ্বকাপ জয়ের দিন-ক্ষণ উল্লেখ রয়েছে বিরাটদের জার্সিতে। থাকবে ভারতের জেতা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের স্কোরকার্ডও। 

ঘামে যাতে খেলোয়ারদের কোনও অসুবিধা না হয়, সেজন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কলারের ভেতরের দিকে থাকছে জাতীয় পতাকার তিনটি রঙ। কলারের বাইরের অংশ উজ্জ্বল কমলা রঙের। ইতোমধ্যেই অবশ্য সেই জার্সি পড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমে পড়েছেন ধোনিরা। 

একনজরে বিরাট-ধোনিদের বিশ্বকাপ জার্সির বিশেষত্ব-

১) নতুন জার্সির কলারের নিচের অংশ তেরঙ্গার রঙে রাঙানো হয়েছে৷
২) জার্সির কলারের বাইরের অংশে থাকছে কমলা রঙের আভা৷ তারুণ্যে ভরা ভারতীয় দলের প্রতীক হিসেবে কমলা রঙকে এই অংশে বেছে নেওয়া হয়েছে৷
৩) ঘামের অস্বস্তি থেকে মুক্তি দেবে অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি এই নতুন জার্সি৷
৪) অন্যতম প্রধান বৈশিষ্ট্য- দুই ফর্ম্যাট মিলিয়ে ভারতের তিনবার বিশ্বকাপ জয়ের দিনের উল্লেখ থাকছে৷ শুধু দিনই নয়, বিশ্বকাপ জয়ের দিনে ভারতের দলগত স্কোরেরও উল্লেখ থাকছে৷

Bootstrap Image Preview