Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০১:৪৮ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০১:৪৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক এমপি ফজললুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শেখ ফিরোজ আহমেদ, দফতর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, প্রণব ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আসাদুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, এ্যাড. মোজহার হোসেন কান্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, মীর মোশারফ হোসেন মন্টু, মো. আসাদুজ্জামান অসলে, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন প্রমুখ।

উপজেলা পরিষদ নির্বাচন, সাংগঠনিক বিষয়ে আলোচনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
 

Bootstrap Image Preview