Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে অটো ছিনতাই, অসহায় অটোচালক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০১:৩৫ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview


নরসিংদীতে হাইওয়ে পুলিশে চলছে হাই প্রোফাইল চাঁদাবাজি। এতে অতিষ্ঠ পরিবহন মালিক ও চালকরা। গত ১ মার্চ প্রতিবাদ করলেই নেমে আসছে নির্যাতনের খড়গ। হাইওয়ে পুলিশের কাছে তারা একরকম জিম্মি হয়ে পড়েছেন। 

এরই প্রতিবাদে শুক্রবার (১ মার্চ) দুপুড়ে চালকসহ সাধারণ জনতারা এসে ইটাখোলা পুলিশ ফাড়িতে বিক্ষোভ ও কর্মসূচি পালন করে। 

এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, এই হাইওয়ে পুলিশ স্টাফরা গ্রাম থেকে গাড়ি এনে মোটা অঙ্কের চাদা দাবি করে। এমনকি হাইওয়ে পুলিশের ফাঁড়ির ভিতরে গাড়ি রাখলে ৩ দিনের অধিক পাড় হলে বাইরের চোরাই পথে গাড়ি বিক্রি করে দেয় বলে অভিযোগ রয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি দুপুড়ে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে আঃ বারেক এর বেটারী চালিত অটোরিক্সাটি নিয়ে যায় এই ইটাখোলা হাইওয়ে পুলিশ। ৫ দিন পেরিয়ে যাওয়ার পর হাইওয়ে পুলিশের রিসিট নিয়ে ফাঁড়িতে গেলে তার গাড়ি  ছিনতাই হয়ে গেছে বলে জানিয়ে দেয় হাইওয়ে পুলিশের কর্মকর্তা। 

জানা গেছে, হাইওয়ে পুলিশের দায়িত্বের মধ্যে রয়েছে গতি নিয়ন্ত্রণ, শৃঙ্খলা আনয়ন, প্রতিবন্ধকতা মোকাবিলা করা, হাইওয়েতে নিষিদ্ধ এমন সব যানবাহনের চলাচল প্রতিরোধ করা। 

কিন্তু যেসব কাজ তাদের জন্য নির্ধারিত থাকলেও তা না করে তারা বিভিন্ন কৌশল ব্যবহার করে ও চোরাই সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে অন্য কাজ করতেই পছন্দ করে বলে অভিযোগ রয়েছে। 

এই হাইওয়ে পুলিশের অত্যাচারে বিভিন্ন সময়ে ৩ চাকার যানবাহনসহ চালকদের চরম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। কিন্তু চালকরা এর প্রতিবাদ করলেও উল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করারও অভিযোগ পাওয়া গিয়েছে।

এ বিষয়ে নরসিংদী ইটখোলা হাইওয়ে পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গণমাধ্যম কর্মী রুদ্র অটো পুলিশ হেফাজতে এ নিয়ে জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, এই ইটাখোলা ফাঁড়ি থেকে অটো ছিনতাই হয়ে গেছে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানায় আমাদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। 

কিন্তু সম্প্রীতি সময়ে জানা যায় যে, এই ইটাখোলা হইওয়ে পুলিশ নরসিংদী জেলার আয়তন থেকে বিভিন্ন সময়ে চালকদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যসহ একাধিক সংবাদ প্রকাশ হলেও হয়নি কোন সুরাহা। 

এদিকে আইন বিশেষজ্ঞরা মনে করেন, আইনের রক্ষক হয়ে ভক্ষকের দায়িত্ব পালন করছেন। এই ইটাখোলার কিছু হাইওয়ে অসাধু পুলিশ আছে। তাই এখনই ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে দ্রুত সময়ে মধ্যে এই বিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।  
 

Bootstrap Image Preview