Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেটের হানা, গাড়ি রেখে কনেকে নিয়ে উধাও বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১২:০২ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


মির্জাপুর বিয়ে বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হানায় বিয়ের সাজানো গাড়ি রেখে কনেকে নিয়ে পালিয়েছেন বর।

রবিবার (০৩ মার্চ) বিকেলে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামের আলমগীর হোসেনের ছেলে সেনাবাহিনীতে কর্মরত আল আমিনের সাথে একই উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের আজিজ মেকারের মেয়ে হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এবারের এসএসসি পরিক্ষার্থী ফাতেমা আক্তারের (১৪) বাল্য বিবাহ বিয়ে হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর হোসেন বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে তা আগেভাগেই টের পেয়ে কণেকে নিয়ে পালিয়ে যায় বর। পরে ওই বাড়ি থেকে ফাতেমা আক্তারের মাকে আটক করে মির্জাপুর থানায় নিয়ে আসেন তিনি।

ফাতেমার মা জানান, দুই মাস পূর্বেই সামাজিকভাবে তার মেয়ের বিয়ে সম্পন্ন হয়ে যায়। আজ শুধু আনুষ্ঠানিকভাবে মেয়েকে ছেলের হাতে তুলে দেওয়ার জন্যই আয়োজন করা হয়েছিল। পড়াশোনায় মনোযোগী না হওয়ায় মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম তার আগেই বিয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে গেল।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন বলেন, বর-কণেকে থানায় হাজির করার পর বিয়ের কাবিননামা যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview