Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


হিলিতে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণকে নিয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   

সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে হাকিমপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা কৃষক প্রশিক্ষণকেন্দ্রে ৩ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। 

শনিবার (২ মার্চ) থেকে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছিল।   

উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক শফিকুল ইসলাম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।

এতে উপজেলার বোয়ালদাড়, আলিহাট ও খট্টামাধবপাড়া এই ৩ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যসহ ৩৯ জন জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণ কোর্সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসনের কার্যপরিধি এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। 

Bootstrap Image Preview