Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে বাণিজ্যমেলায় নকল কসমেটিকস বিক্রি, মুচলেখা প্রদান  

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


হবিগঞ্জে বাণিজ্যমেলায় অবাধে বিক্রি হচ্ছে নকল-ভেজাল ও মেয়াদউত্তীর্ণ কসমেটিকস। এর ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় এবং মুচলেখা প্রদান করে।

রবিবার (৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে বেরিয়ে আসে এ তথ্য।

জানা যায়, মেলায় কসমেটিকসের স্টলগুলোতে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্রান্ডের নকল কসমেটিকস। নকল কসমেটিকসের মধ্যে রয়েছে- পন্ডস, লেকমি, গার্নিয়ারসহ প্রায় বিদেশি ও নামিদামী ব্রান্ড। এসব কসমেটিকস ভৈরব, চকবাজার, কেরানীগঞ্জের তৈরি হয় বলেও স্বীকার করেন দোকানিরা।

এসময় ভেজাল কসমেটিকস বিক্রির অপরাধে জে এম কালেকশনকে ২ হাজার টাকা জরিমানা ও মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে নূর কসমেটিকসকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে তারা আর নকল-ভেজাল পণ্য বিক্রি করবেনা বলেও মুচলেখা প্রদান করে। পাশাপাশি মেলায় আসা প্রত্যেকটি স্টলকে নকল ও ভেজাল পণ্য বিক্রির না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

অপরদিকে, পৌর এলাকার অভিযানে টাউনহল রোডে অতিরিক্ত মূল্য রাখা ও মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে স্বচ্ছ স্টোরকে ১ হাজার টাকা ও অবৈধ ঔষধ বিক্রির দায়ে লাকী ফার্মেসিকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন, জেলা চেম্বারের সদস্য দেওয়ান মিয়া ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

Bootstrap Image Preview