Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে বিদেশী পিস্তল-গুলিসহ ৯ ডাকাত আটক

ফারুক হাসান কাহার , শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১০:৩৩ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দ্বাবাড়িয়া গ্রামের হাইওয়ে রোড সংলগ্ন বাইপাস রাস্তা থেকে প্রাইভেট কার ও ১টি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়ালসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে শাহাজদপুর থানা পুলিশ।

গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদের আটক করে।

আটককৃত ডাকাতরা হলেন, শাহজাদপুর উপজেলার কুরসি গ্রামের সোনাউল্লাহর ছেলে সবুজ উল্লা (৩৫), ছোট চাঁমতারা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে পাষান (৩০), চৌহালী উপজেলার চরসাধা গ্রামের আব্দুল হাই এর ছেলে নুর ইসলাম(৪৫), শৈলজানা গ্রামের হাতেম আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সানবাড়ী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খলিশাডহরা গ্রামের লাল মিয়ার ছেলে এমারত আলী ওরফে চুক্কা (৩৮), উয়াইল গ্রামের আঞ্জু শেখের ছেলে এলাহী (৪০), একই গ্রামের আঃ আজিজের ছেলে শহীদ মিয়া (৪০) ও হাটাইল গ্রামের কুদ্দুস আলীর ছেলে রোস্তম (৪৫)।

গতকাল শাহজাদপুর থানায় ৩৯৯/৪০২ ধারা ও ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট এর ১৯ এ ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের সিরাজগঞ্জ কোর্টে চালান করেছে শাহজাদপুর থানা পুলিশ।

এ ব্যাপারে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে এসব কুখ্যাত ডাকাত চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Bootstrap Image Preview