Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তেলের ট্যাঙ্কে করে ঢাকায় আনা হয় কোটি কোটি টাকার স্বর্ণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম থেকে ঢাকায় সিটের নিচে ও তেলের ট্যাঙ্কের ভেতরে করে পাচার করা হচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। সম্প্রতি এমন গোপন তথ্যের ভিত্তিতে দুইটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ কোটি টাকা সমমূল্যের ৭০০টি স্বর্ণ বার উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার(৩ মার্চ) সকালে নগীর সিআরবি আটমানিং মোড় থেকে প্রথম চালানটি ধরার কয়েক ঘণ্টার মধ্যে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় ধরা হয় দ্বিতীয় গাড়িটি।

পুলিশি সূত্রে জানা গেছে, প্রথম গাড়ি থেকে উদ্ধার ১০০টি সোনার বারের ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম, যার আনুমানিক বাজার দাম চার কোটি ৪৫ লাখ টাকা। আর মিরসরাইয়ে উদ্ধার ৬০০টি স্বর্ণের বারের ওজন ৬০ কেজি যার বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি জিপে তল্লাশি চালিয়ে ৬০০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন,“গাড়ির সিটের নিচে ও তেলের ট্যাঙ্কের ভেতরে বিশেষ কৌশলে বেঁধে বারগুলো ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের সিনিয়র অফিসারদের উপস্থিতিতে বারগুলো জব্দ করা হয়েছে।”

উভয় ঘটনায় মো. করিম, মো. রফিক,লাভু সাহা ওরফে প্রলয় কুমার সাহা এবং বিলাল হোসেন ওরফে কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসাইন বলেন, নগরীর প্রবর্তক মোড়ের বদনাশাহ মাজার এলাকা থেকে স্বর্ণের বারগুলো নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে থেকে সেগুলো ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

Bootstrap Image Preview