Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১০:১২ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১০:১২ PM

bdmorning Image Preview


নারী ও শিশু নির্যাতনের ঘটনার ক্রমবর্ধমান প্রবণতার কারণ উদঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তারা জানান, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরমাকছুমুল গ্রামে ধর্ষণের শিকার গৃহবধূ গ্রাম্য সালিশে অপমান সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা ও রাজবাড়ি জেলার ঠেঙ্গাবাড়ী গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টরনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। একইসাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের যথাযথ শাস্তি এবং নির্যাতনের শিকার গৃহবধূ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করণের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১ ফেব্রুয়ারি)  রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূর চিৎকার শুনে আশেপাশের লোকজন আলাউদ্দিনকে আটক করে এবং ওইদিন রাতেই সালিশ বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানা করে ধর্ষককে ছেড়ে দেওয়া হয়। অপমান সইতে না পেরে গত ২ ফেব্রুয়ারি  তারিখ সকালে নির্যাতের শিকার গৃহবধূ বিষপানে আত্মহত্যা করে।

অন্যদিকে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠেঙ্গাবাড়ী গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টরনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাসূত্রে জানা যায় যে, গত ৩ জানুয়ারি গৃহবধূ তার মাদ্রাসা পড়–য়া আট বছরের ছেলের খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় মাঝ পথে একটি কলাবাগানের কাছে আসতেই একই এলাকার মৃত আবু বক্করের ছেলে শামীম, একই ইউনিয়নের কুশরীর সোনাডাঙ্গী গ্রামের মমিন মন্ডলের ছেলে মর্তুজা মন্ডল, আইয়ুব আলীর ছেলে মনির, খালেক শেখের ছেলে সোহেল ও মাজেদের ছেলে সাব্বির তারঁ গতিরোধ করে এবং জোরপূর্বক চাদর দিয়ে গৃহবধূর মুখ বেঁধে ফেলে পরে তারা ওই কলাবাগনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এরপর তাকে ধর্ষকরা হুমকি দেয় যদি এ ঘটনা সে কাউকে জানায় তাহলে তার আট বছরের ছেলেকে হত্যার করবে এবং এই ভিডিও ইন্টানেটে ছড়িয়ে দেবে।

ঘটনার দুই দিন পর ধর্ষক মর্তুজা মন্ডল গৃহবধুর বাড়ি গিয়ে ধর্ষণের ভিডিও ইন্টরনেটসহ স্থানীয় যুবকদের মোবাইলে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়ে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে গৃহবধূ উপায় না দেখে ২৫ হাজার টাকা ধর্ষক মর্তুজা মন্ডলকে দেন এবং পরেও তারা আরও চাঁদা দাবি করে অব্যাহতভাবে গৃহবদূর ক্ষতিকরবে বলে হুমকি দেয়। পরবর্তীতে নির্যাতনের শিখার গৃহবধূ ঘটনা তার স্বামীকে জানান। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করার পরও কোন ব্যবস্থা না নেওয়াতে তারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল রাজবাড়িতে মামলা দায়ের করেন।

বাংলাদেশ মহিলা পরিষদ বাস্তব কাজের অভিজ্ঞতায় লক্ষ্য করছে যে, বর্তমানে নারী ও কন্যাশিশু নির্যাতনের ভয়বহতা ও বর্বরতার কারণে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা চরমভাবে বিঘœত হচ্ছে এবং নারী ও কন্যাশিশুর স্বাধীন চলাচল অনিশ্চিত হয়ে পড়ছে। যা দেশের সফল অগ্রযাত্রায় বাধাগ্রস্ত হচ্ছে।

এরূপ অবস্থার উত্তোরণের জন্য ধর্ষণের বিরুদ্ধে শূণ্য সহিষ্ণুতার নীতি গ্রহণ সাপেক্ষে নারী ও শিশু নির্যাতনের ঘটনার ক্রমবর্ধমান প্রবণতার কারণ উদঘাটন করে এরূপ ঘটনার পুনরাবৃত্তিরোধে আশু কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।

সেই সাথে নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধে ব্যক্তি ও নাগরিক সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছে। 

Bootstrap Image Preview