Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ১০০ স্বর্ণের বারসহ দুইজন গ্রেফতার

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৯:২০ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ১০০ পিস স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আজ রবিবার সকাল ১১ টায় নগরের কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন-নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকার পরেশ চন্দ্র সাহার ছেলে প্রলয় কুমার সাহা (৫৮) ও শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিদলপুরা এলাকার হাশেম সওদাগরের ছেলে প্রাইভেট কারের চালক মো. বিলাল হোসেন প্রকাশ কাদের (২৭)।

বিকাল ৪ টায় গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ মম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসাইন বলেন, ‘চট্টগ্রাম থেকে ১০০ পিস স্বর্ণের বার নিয়ে প্রাইভেট কারে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন তারা দুইজন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’ গ্রেফতারকৃত লাভলু সাহা প্রকাশ প্রলয় কুমার সাহা আন্তর্জাতিক চোরাচালানি চক্রের সদস্য। দুইজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম, আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।

তিনি আরও বলেন, ‘স্বর্ণবারগুলোর প্রতিটি ২২ ক্যারটের এবং এর গায়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাম খোদাই করা আছে। যেহেতু বাংলাদেশে গোল্ড তৈরি হয় না, সেহেতু ধারণা করছি গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে আন্তর্জাতিক চোরাকারবারি দলের সম্পর্ক রয়েছে।’

লাবু শাহের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম বলেন, ‘চট্টগ্রাম নগরের কোনো একটি মাজারের গেট থেকে এক ব্যক্তি স্বর্ণের বারগুলো তাকে দিয়েছেন। তাদের দু’জনের কাজ ছিল বারগুলো নারায়ণগঞ্জ পৌঁছানো।’

Bootstrap Image Preview