Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিনন্দনের জন্যই ইমরান খানকে কাতার আমিরের অভিনন্দন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৮:৫৫ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৮:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত দেওয়াসহ চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

রোববার টেলিফোন করে এ অভিনন্দন জানান কাতার আমির। খবর ডন ও জি নিউজের।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মুসলিম বিশ্বের এ দুই গুরুত্বপূর্ণ নেতা চলমান পাক-ভারত সমস্যা ও বিশ্বব্যাপী এর নেতিবাচক প্রভাব বিষয়ে কথা বলেছেন। কাতারের আমির উভয়দেশকেই সহনশীল আচরণের অনুরোধ জানান।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ ফায়সাল এক টুইটবার্তায় বলেছেন, পাক-ভারত চলমান উত্তেজনা নিরসনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খানের টেলিফোনে কথা হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ভারতের সঙ্গে চলমান যুদ্ধাবস্থা দ্রুত বন্ধ করার তাগিদ দিয়েছেন।

টুইটবার্তায় তিনি বলেন, এ সময় ইমরান খান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ভারতের বিমান হামলাসহ যাবতীয় বিষয় কাতারের আমিরকে অবহিত করেন। কাতারের আমির উত্তেজনা প্রশমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। বিশেষত পাকিস্তানের গ্রেফতার হওয়া ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দিয়ে পাকিস্তান শান্তির আবহ তৈরি করেছে বলে জানান কাতারের আমির।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, শেখ তামিম বিন হামাদ আল-থানি ও ইমরান খান পাক-ভারত বিষয় ছাড়াও দু’দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।

Bootstrap Image Preview