Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে শিশু সুরক্ষা নীতিমালা বিষয়ক প্রতিফলন কর্মশালা

নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৬:৪৮ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


নাটোরের ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে শিশু সুরক্ষা নীতিমালা বিষয়ক প্রতিফলন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মার্চ) সকাল ১০টায় নাটোর শহরের দিঘাপাতিয়া এমকে কলেজ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড-নাটোর ফিল্ড অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার  মো. রমজান আলী আকন্দ। কর্মশালায় আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি পুলিশ সুপার মো. সাইফুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার সদরের জেসমিন আকতার বানু, নলডাঙ্গার সাকিব-আল-রাব্বি ও সিংড়ার সুশান্ত কুমার মাহাতো, অন্যদের মধ্যে নাটোর দিঘাপাতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, রুম টু রিডের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদীন, প্রোগ্রাম অফিসার ফ্লোরা আক্তার প্রমুখ।

মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু সুরক্ষা নীতিমালা’ বিষয়ক প্রতিফলন, সফলতা ও উন্নয়নের দিকসমূহ তুলে ধরা হয় এই কর্মশালায়। এ ছাড়া নাটোর জেলা ও উপজেলা প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং রুম টু রিড কর্তৃক কার্যকরী পরিকল্পনা প্রনয়ণের মাধ্যমে মেয়ে শিশুদের সুরক্ষায় কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা নির্ধারণ করা হয়।

Bootstrap Image Preview