Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৩:৫৮ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে নিয়ে আসার সময় ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল ও ৯'শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বিজিবি। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

রবিবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে এসব উদ্ধার করা হয়।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে এক দল চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

এসময় ১০/১৫ জনের একটি চোরাকারবারী দল ফেনসিডিল নিয়ে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করলেই বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোরাকারবারী ৬টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা গুলি উদ্ধার করে তার ভেতর হতে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল ও ৯'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ফেনসিডিল ও গাঁজা ধ্বংসকরণের লক্ষ্যে জয়পুরহাট ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।


 

Bootstrap Image Preview