Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টঙ্গীতে রাসায়নিক কারখানা স্থানান্তরের সিদ্ধান্তে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের উদ্বেগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview


শিল্পনগরী টঙ্গীতে পুরান ঢাকার রাসায়নিক কারখানা স্থানান্তরের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে ফোরামের কার্য নির্বাহী কমিটির এক সভায় এই উদ্বেগের কথা জানানো হয়। সংগঠনের সভাপতি জি এম ফয়সাল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ খানের পরিচালনায় সভায় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য তাদের মতামত তুলে ধরেন।

কার্যনির্বাহী সদস্যরা বলেন, টঙ্গী একটি ঘনবসতিপূর্ণ এলাকা। গাজীপুরের বিভিন্ন এলাকায় কয়েক হাজার শিল্প কারখানা রয়েছে। যার কারণে মাঝে মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়। ২০১৬ সালে টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ২৫ জন মারা যায়। ফলে এই এলাকায় রাসায়নিক কারখানা স্থানান্তর করলে সমস্যার সমাধান না হয়ে বরং টঙ্গী তথা গাজীপুরবাসীর জন্য বিপদের কারণ হতে পারে। 

বৈঠকে উপস্থিত সদস্যরা সাময়িকভাবে নয়, স্থায়ীভাবেই রাসায়নিক কারখানা অন্য কোথাও স্থানান্তর করতে সরকারের সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানান। 

উল্লেখ্য, পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম কেরানীগঞ্জে স্থায়ী পল্লিতে না যাওয়ার আগ পর্যন্ত সাময়িক সময়ের জন্য রাজধানীর কদমতলী ও টঙ্গীতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। 

Bootstrap Image Preview