Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুক্তি না করলে উ. কোরিয়ার কোনো অর্থনৈতিক ভবিষ্যৎ নেই: ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উত্তর কোরিয়ার অবিশ্বাস্য, উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যৎ আছে যদি তারা একটি চুক্তি করে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, কিন্তু পারমাণবিক অস্ত্র রয়ে গেলে তাদের অর্থনৈতিক কোনো ভবিষ্যৎ নেই।

বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে, শনিবার ওয়াশিংটনে রক্ষণশীলদের এক সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।

উল্লেখ্য, গত সপ্তাহে কোনো চুক্তি ছাড়াই ভিয়েতনামে শেষ হয় ট্রাম্প ও কিম জং উনের শীর্ষ বৈঠকটি।

ওই বৈঠকে পারমাণবিক কর্মসূচী ত্যাগ করার বিনিময়ে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্র।

কিন্তু এ বিষয়ে দুপক্ষ কোনো সমঝোতায় না পৌঁছানোয় সে চুক্তি হয়নি।

২০১৭ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর পর উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র মনে করে, উত্তর কোরিয়ার কাছে যেসব পারমানবিক বোমা রয়েছে এসব দেশটি নিজেদের আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপন করলে তা যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডের জন্য হুমকি হয়ে উঠবে।

যেকারণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে উত্তর কোরিয়াকে সম্পূর্ণভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ করতে হবে বলে দাবি করে ওয়াশিংটন।

উত্তর কোরিয়া ভবিষ্যতে আর কোনো পারমানবিক বোমা তৈরি করতে পারবে না বলেও দাবি করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার দাবি, উত্তর কোরিয়ার কাছে ২০ থেকে ৬০টি পারমাণবিক ওয়ারহেড আছে।

ট্রাম্পের এমন চুক্তিতে পিয়ংইয়ং সারা না দিলেও যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া উভয়েই জানিয়েছে যে, তারা আলোচনা চালিয়ে নিয়ে যেতে চায়।

তবে ট্রাম্প-কিমের পরবর্তী বৈঠক কখন হতে পারে সে বিষয়ে দুদেশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Bootstrap Image Preview