Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিনন্দনের গোঁফে মজেছে ভারতের তরুণরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


ভারতের একটি যুদ্ধবিমান ধাওয়া খেয়ে পাকিস্তানে ঢুকে পড়ার পর দেশটির সাত কিলোমিটার ভেতরে ভূপাতিত হওয়া বিমানের পাইলট অভিনন্দন বর্তমান সাহসিকতার কারণে ভারতীয়দের কাছে নায়ক বনে গেছেন। গত কয়েকদিন ধরেই চর্চা আলোচনা শুরু হয়েছে অভিনন্দন বর্থমানের গোঁফ নিয়ে। 

স্যোসাল মিডিয়াতে ছড়াছড়ি এখন এই গোঁফ নিয়ে। গোঁফের ছবির পাশে কোথাও লেখা, ‘সাহসের নতুন প্রতীক’, কোথাও বা ‘গোঁফ দিয়ে যায় চেনা’। কোনো ছবিতে আবার গোঁফে ভর দিয়ে উড়ে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনীর মিগ বিমান। 

শুক্রবার অভিনন্দন সীমান্তে এসে দাঁড়ানোর ছবি প্রচারিত হওয়ার পর থেকে গোঁফ নিয়ে তরুণরা আলোচনা ছেড়ে সেলুনে ছুটছেন সেই গোঁফের নকল বানাতে। অনেকে ইতিমধ্যেই অভিনন্দনের গোঁফ কপি করে নিজেদের বাহার বাড়িয়েছেন। কলকাতা শহরতলির একটি সেলুনের কর্মী শহীদুল জানিয়েছেন, অভিনন্দন মুক্তি পাওয়ার পর থেকেই একই রকম গোঁফ বানানোর জন্য যুবকরা এসে ভিড় করছেন। অভিনন্দনের সেই গোঁফের ছবি সামনে রেখে চলছে গোঁফ বানানোর কাজ। অনেকের মতে, অভিনন্দন এখন নিজেই এক ‘ব্র্যান্ড’। 

ভারতীয় পৌরুষের নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি এবং তার মতো হতে চাওয়ার বাসনায় এখন তার মতো গোঁফ রাখারও হিড়িক পড়ে গিয়েছে। অবশ্য অভিনন্দনের গোঁফের স্টাইলটি নতুন কিছু নয়। দক্ষিণ ভারতীয়রা এই ধরণের গোঁফ রেখে থাকেন। এই গোঁফের একটা নামও রয়েছে। এই গোঁফের পোষাকি নাম ‘গানস্লিংগার’। সেনাবাহিনীতে গোঁফের আলাদা কদর রয়েছে। ফলে সেনাদের মধ্যে নানা ধরণের গোঁফ রাখার প্রবণতা রয়েছে। তবে অভিনন্দনের গোঁফ জোড়া সবাইকে ছাপিয়ে গিয়েছে। 

শনিবারের পর থেকে রাস্তার ধারের সেলুন থেকে কেতাদুরস্ত পার্লার, সব জায়গাতেই ‘অভিনন্দন স্টাইল’-এর কদর বেড়ে গিয়েছে। ভারতের তরুণরা এখন রীতিমত মজে রয়েছেন অভিনন্দনের গোঁফে। 

মনস্তত্ববিদদের মতে, যুগ-যুগ ধরে গোঁফের সঙ্গে মিলে গিয়েছে উচ্চকিত পৌরুষের ধারণা। 

একাধিক গবেষণাতেও জানা গেছে, গোঁফ পুরুষদের প্রতি নারীরা নাকি বেশি আকৃষ্ট হন। কিছু গবেষণা আবার বলছে, গোঁফ থাকলে পুরুষের মনে একটা বাড়তি আত্মবিশ্বাস আসে। একজন পুরুষ নাকি দৈনিক তার গোঁফে কম করে ৭০০ বার হাত দেন। 

আর ভারতীয় যুবকদের মধ্যে, সেলিব্রিটিদের নকল করে চুল ও গোঁফ রাখার প্রবণতা চলছে অনেক দিন ধরেই। এবার অভিনন্দনের গোঁফের স্টাইল সবাইকে হার মানিয়ে দিয়েছে। এই বাহারি গোঁফের কদর এতটাই বেড়েছে যে, হঠাৎ সেলুনে ঢুকলে প্রশ্ন শুনতে হতে পারে, অভিনন্দন স্টাইলের গোঁফ করবেন কি? 

চরম সাহসিকতার জন্য অভিনন্দন যেমন প্রশংসায় ভেসেছেন, তেমনি নিজের ব্যতিক্রমী গোঁফের কারণেও আলোচনায় এসেছেন তিনি। ভারতে ফেরার আগে থেকেই টুইটার-ফেসবুক-হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়তে থাকে অভিনন্দনের গোঁফের আদলে বানানো নানা গ্রাফিক্স, মিম। 

Bootstrap Image Preview