Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে পত্নীতলা

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১২:৪৮ PM

bdmorning Image Preview


নির্বাচনী প্রতীক বরাদ্দের পরপরই পত্নীতলা উপজেলা পোস্টারে ছেয়ে গেছে। ভোটের সময় আসলেই ভোটারদের মধ্যে যেন বাড়তি উৎসাহ, উদ্দীপনা ও আন্দন বিরাজ করতে থাকে। ঠিক তেমনটির ব্যত্যয় ঘটেনি এবারের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে।

পত্নীতলা উপজেলায় পছন্দের প্রার্থীদের প্রতীক সম্বলিত পোস্টার টাঙ্গাতে শুরু করেছে কর্মী সর্মথকরা। সেই সাথে চলছে মিছিল মিটিং।

শনিবার (২ মার্চ) সন্ধ্যা ও রবিবার (৩ মার্চ) সকালে দেখা যায়, নজিপুর সদর গোলচত্ত্বর, নতুনহাট মোড়, ঠুকনিপাড়া মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে মনোনিত প্রার্থীদের পোস্টার দিয়ে পুরো উপজেলা সৌন্দর্য ছোয়া দিয়ে দৃষ্টি নন্দিত করে তোলা হয়েছে।

নজিপুর সদর গোলচত্ত্বর প্রবেশ করতেই নজর কারবে পোস্টার সাটানোর দৃশ্যগুলি। নির্বাচনী প্রচারণার যেন ভোট উৎসব আমেজ বিরাজ করছে পুরো উপজেলায়।

প্রার্থীরা বলছেন, প্রতীক পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছি এবং আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচারণা চালাবেন তারা।

পত্নীতলা উপজেলায় এবার ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ২ জন প্রার্থী।

Bootstrap Image Preview