Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেতুমন্ত্রীর চিকিৎসার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, নেওয়া হতে পারে সিঙ্গাপুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জানা গেছে, ৭২ ঘণ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর তাকে সিঙ্গাপুর নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

আজ রবিবার(৩ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের এই শীর্ষ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

সেখানে ভর্তির করিয়ে এনজিওগ্রাম করার পর হার্টে ব্লক ধরা পড়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ওপেন হার্টের সিদ্ধান্তের বিষয়ে চিকিৎসকদের বোর্ড বসেছে। তার তিনটি রিং পরানো হয়েছে। এখন অবস্থা খুবই খারাপ।

Bootstrap Image Preview