Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

 আবু ইউসুফ, রাণীনগর ( নওগাঁ ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১০:৫৫ AM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১০:৫৫ AM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগর উপজেলাতেও জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

এই উপজেলায় রয়েছে তিন পদে মোট ১০ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্রসহ ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।

এদিকে প্রার্থীদের সমর্থিত ব্যক্তিদের নিয়ে জোরেশোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা তাদের ভোট প্রার্থনা করছেন। একই সাথে নির্বাচনী এলাকার অলি গলিতে ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টার, ব্যানার, ফেস্টুনে।

রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসেন। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আনোয়ার হোসেন হেলাল। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। আনারস প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাশিমপুর ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম, টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জারজিস হাসান মিঠু, মাইক প্রতীক নিয়ে লড়ছেন সাংবাদিক মাও: মো: শহিদুল ইসলাম, উড়োজাহাজ প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোস্তুম আলী মন্ডল ও বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মিলন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের ত্র্যান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফরিদা পারভিন, ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছা: মমতাজ বেগম সাথী।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এলাকার সাধারণ তরুণ ও নতুন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা পেতে তারা বিশ্বাসী। যারা দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল রকমের বৈষম্যহীন সমাজ গড়তে আগামী দিনের নেতৃত্ব দিবেন এলাকার উন্নয়ন করবেন ও যাকে তাড়া যোগ্য প্রার্থী হিসেবে মনে করবেন, তাদেরকেই তারা ভোট দিবেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদে ১৮ মার্চ সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview