Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেজাল কীটনাশক তৈরির অপরাধে ২ মাসের কারাদণ্ড

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১০:০০ AM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলিতে ভেজাল কীটনাশক ও কীটনাশক তৈরির সরঞ্জামাদীসহ হাবিবুর রহমান নামে এক ব্যক্তিতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানাসহ ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৮ টা সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এই সাজা প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, বালু, পাথরের কুচি, ইটের গুড়া দিয়ে ভেজাল কীটনাশক তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার চৌধুরি ডাঙ্গাপাড়া বাজারে হাবিবুর রহমানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। এসময় ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরির সরঞ্জামাদিসহ তাকে আটক করা হয়। পরে ভেজাল কীটনাশক তৈরি অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আটক হাবিবুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চৌধুরি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।
 

Bootstrap Image Preview