Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশুকে বাঁচিয়ে প্রাণ দিল কলেজছাত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview


চলন্ত মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড় দিয়েছিল একটি শিশু। তাকে বাঁচাতে গিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারালেন কলেজছাত্র ফরিদ হোসেন (২২)।

শনিবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার খেরুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন নিহতের চাচাতো ভাই আকাশ।

নিহত ফরিদ হোসেন তিতুমীর কলেজের অনার্স ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও শিবালয় উপজেলার জগদিয়া গ্রামের কুব্বাত আলীর ছেলে।

নিহতের চাচা রমজান আলী বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফরিদ তার চাচাতো ভাই আকাশ হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে দুপুরে খেরুপাড়া এলাকায় তাদের চলন্ত মোটরসাইকেলের সামনে দিয়ে এক শিশু দৌড় দেয়। ওই শিশুকে বাঁচাতে গিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফরিদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় আকাশকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই কলেজছাত্র ফরিদ হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

Bootstrap Image Preview